ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত \ উপসর্গে এক জনের মৃত্যু
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৮০ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাজ্জেল হোসেন (৭৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। সে হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের বিশারত মন্ডেলের ছেলে।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮১ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৫ টি পজেটিভ।
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ৩ জন। আক্রান্ত ১৩৮০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৬৯ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, ইসলামিক ফাউন্ডেশন গঠিত ইফা কমিটি এ পর্যন্ত মোট ৪২ জন করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত হওয়া ব্যক্তির লাশ জানাজা শেষে দাফন সম্পন্ন করেছে।