হরিনাকুন্ডুতে ব্ল্যাকবেঙ্গল ছাগলের মেলা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতারন
এইচ মাহবুব মিলু, হরিণাকুণ্ডু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদ হরিনাকুন্ডু উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় মেলা,আলোচনা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা ও পূরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা খামারীদের উদ্যেশে বলেন, ছাগল পালন করে দেশের আমিষের চাহিদা মেটানো সম্ভব।
বাংলাদেশ সরকার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারী খামারীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে করে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে খামারীরা লাভবান হতে পারে এবং দেশের আমিষের ঘাটতি মেটাতে পারে পাশাপাশি নিজেদের আর্থিক উন্নয়ন ঘটাতে পারে ।তিনি নির্বাচিত ৪০ জন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারি খামারীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রানী সম্পদ ও সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃশরিঅতউল্লাহ ।
আরও উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু প্রানী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দু।