ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির হাবিলদার মো: শফিউজ্জামান এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাধবখালী আম বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় Dialex DC সিরাপ আটক করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, আটককৃত Dialex DC সিরাপটি নতুন আইটেম হওয়ায় এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ এর সাথে আলাপকালে জানা যায় যে, Dialex DC সিরাপটিতে ফেন্সিডিলের ন্যায় অনুরুপ উপাদান থাকায় সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে।
বিজিবি কর্তৃক ফেন্সিডিলের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিলের বিকল্প হিসেবে Dialex DC সিরাপটি পাশ্ববর্তী দেশ হতে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।