মহেশপুর
মহেশপুরে ভারতীয় ফেন্সিডিল ও গাজা আটক

ঝিনাইদহের চোখ-
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মো: আব্দুর রহমান এর নেতৃত্বে ০৬ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাংগা মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
অন্যদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অধিনস্ত গয়েশপুর বিওপির নায়েব সুবেদার মো: মোবারক হোসেন এর নেতৃত্বে ০৩ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আমবাগানের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২ কেজি ভারতীয় গাজা আটক করে।