শৈলকুপায় গড়াইয়ের ভাঙ্গন রোধে ৮ হাজার জিও ব্যাগ ফেলা শুরু/বরাদ্ধ ৩০ লাথ টাকা
মনিরুজ্জামান সুমন, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে ঝিনাইদহের শৈলকুপা বড়ুড়িয়া গ্রামে গড়াই নদী ভাঙ্গন রোধে বাধ নির্মান কাজ শুরু হলো। মঙ্গলবার দুপুরে বাধ নির্মান কাজের উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাসসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুড়িয়া গ্রামে মসজিদ সংলগ্ন ৭০ মিটার বাধ নির্মান কাজের বরাদ্ধ আসে। ৭০ মিটার বাধের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ৩০ লাথ টাকা। ভাঙ্গন রোধে সেখানে ৮ হাজার ২শ’ ৯৯টি জিও ব্যাগ ফেলা হবে। মঙ্গলবার দুপুরে মুশল ধারার বৃষ্টি উপেক্ষা করেই এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।