হরিণাকুণ্ডুতে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রস্তুতী সভা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২০ আয়োজনে প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে প্রস্তুতী সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , সহকারী কমিশনার (ভূমি) , মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন ।
এসময় জোড়াদাহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম , সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার আলী , ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , ছমির উদ্দীন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন , মৎস্য কর্মকর্তা (অদঃ) উপানন্দ কুমার বৈদ্য , সরকারী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা নাজমা সানাওয়াত , পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিরুল ইসলাম , শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়ামত আলী , প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।
একই সময়ে ভিন্ন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে মজিববর্ষ উদযাপন উপলক্ষে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়নে প্রস্তুতী সভাও অনুষ্ঠিত হয়েছে ।