হরিনাকুন্ডুর রিশখালি নদীতে অবৈাধ বাধ রয়েই গেল???
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রিশখালী শ্বশান ঘাট সংলগ্ন এলাকা ও রিশখালী হিংগের পাড়া নামক স্থানে অসাধু ব্যাক্তির বুক ফুলিয়ে নবগঙ্গা নদীতে বাধদিয়ে একাধিক স্থানে ছোট মাছ নিধোন করলেও কর্তৃপক্ষের মাথাব্যাথা নেই।
গত সোমবার হরিনাকুন্ডু উপজেলা নির্বাহি অফিসা সৈয়দা নাফিস সুলতানা জানান বিষয়টি দেখছি। কিন্তু মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীতে বাধ দিয়ে মাছ ধরছে।
এদিকে ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ জানান, বিষয়টি দেখছি।
এদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজি নাজির উদ্দীন জানান ১২/৯/২০২০ তাং ঝিনাইদহ জেলা প্রশাসক নবগঙ্গা নদীতে মাছের পোনা ছাড়লেন। কিন্তু রিশখালীর কিছু অসাধু মানুষ বাধদিয়ে নিরদিধায় ছোট মাছ নিধন করছেন। তাছাড়া নদীর আসপাসের অনেকে আমাকে ফোন করে জানিয়েছে ছোট মাছ নিধনের ব্যাপারে। তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো অবিলম্বে বাধ অপসারন করার জন্য।
এদিকে সাধুহাটির প্রবীন ব্যাক্তি আক্তার জানান বিষয়টি খুবই কষ্টদায়ক কারন প্রশাসন বলছে বিষয়টি দেখছি তবে ওনারা কবে দেখবেন! নদীথেকে ছোট মাছ নিধনের পর। সাধারন মানুষ বলছে কিসের জোরে রিশখালী গ্রামের কয়েক জন মানুষ নবগঙ্গা নদিতে নিরদিধায় মাছ নিধন করছে বাধদিয়ে।