হরিণাকুন্ডুতে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের নগদ অর্থ জরিমানা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু কসাইখানা মোড় , কুলবাড়ীয়া বাজার ও হাট , উপজেলা মোড় সহ বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে জরিমানা করলেন ইউএনও ।
করোনা কালীণসময় কুলবাড়ীয়া বাজারে সেলুম মালিক ফিরোজ হোসেন সহ তিনজনকে মাস্ক পরিধান না করার দায়ে ৫শত টাকা , কসাই মোড়ে প্লাষ্টিক বোতলে জালানী পেট্রোল বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার ও অনুমতিপত্র ছাড়া বিপদজনক ভাবে গ্যাসভরা সিলিন্ডার বিক্রয়ের অপরাধে লতিফ ষ্টোরের মালিক সিদ্দিকুর রহমানকে তিন হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা । এসময় তিনি প্লাষ্টিকের বোতল পুড়িয়ে ধ্বংস করেন ।
এছাড়াও তিনি পিয়াজের বাজার উর্ধগতি রোধে কুলবাড়ীয়া হাট মনিটরিং সহ কাচামাল ব্যবাসায়ীদের হুশিয়ার করেন ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী কাউসার আলী এবং থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন ।