হরিণাকুন্ডু থানায় নারী, শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী ডেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সোমবার বিকালে অসহায় ভক্তভোগী নারীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সমগ্র বাংলাদেশের সকল থানার নেয় হরিণাকুন্ডু থানায় নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পৃথক ডেক্সের জন্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) তারেক আল মোহেদী।
এসময় থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা , ওসি (তদন্ত) এনামুল হক , থানা সেকেন্ড অফিসার এসআই মাসুদ, এসআই বিশ্বজিৎ পাল , এসআই হুমায়ন , এসআই জগদীশ চন্দ্র বসু সহ সকল পুলিশ কর্মকর্তা সহ এই নির্মাণ কাজের সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান পুলিশ বিভাগের অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে , এখানে সকল নারী পুলিশ কর্মকর্তারা দ্বায়ীত্বরত থাকবে । এই পৃথক ডেক্স চালু হলে হরিণাকুন্ডুর নিপিড়িত অত্যাচারিত ও ভুক্তভোগী নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধীরা সঠিক ভাবে তাদের অব্যক্ত কথা নারী কর্মকর্তাদের কাছে প্রকাশের মাধ্যমে আইনি সহায়তা পাবে ।