ঝিনাইদহ সদরটপ লিড

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঝিনাইদহ (ভিডিও)

ঝিনাইদহের চোখ-

মানুষরূপী হায়েনাদের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘নারীর প্রতি প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান’ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে অংশ নেন জেলার সাংস্কৃতিক সমাজ, রাজনীতিবিদ, আইনজীবী ও বিভিন্ন নারী সংস্থা। মানববন্ধনের আয়োজন করে যৌথভাবে ঝিনেদা থিয়েটার ও ভোর হলো সংগঠন।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে। পথে-ঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। দিনদিন নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তারা আরো বলেন, কিছু অমানুষ নারীকে দুর্বল মনে করছে। বেগমগঞ্জসহ সারা বাংলাদেশে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। আইনের ফাঁক-ফোকর দিয়ে যেনো এসব পশুরা বের হয়ে না যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button