ঝিনাইদহের চোখ-
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির হাবিলদার মোঃ সফিউজ্জামান এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাতলার আইট নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মানব পাচারকারী ও মাদক চোরাকারবারী (এক) মোঃ তাজমুল ফটিক(২৫), পিতা মোঃ জামির মোল্লা, গ্রাম-কাজীরবেড়, ডাকঘর-জিন্নাহনগর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, (দুই) মোঃ মিজানুর রহমান (২৩), পিতা-মোঃ হোসেন আলী, গ্রাম-মাতলারআইট, ডাকঘর-জিন্নাহনগর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, (তিন) মোঃ আলমগীর (৪০), পিতা-মৃত আঃ কাদের বিশ্বাস, গ্রাম- তালশা, ডাকঘর-সেজিয়া বাজার, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, (চার) মোঃ মানিক (১৮), পিতা-মুরাদ, গ্রাম-কাজীরবেড়, ডাকঘর-জিন্নাহনগর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দেশীয় বল্লম ০১টি, ধারালো হাসুয়া-০৩টি এবং ০১টি তারকাটা কাটারিসহ আটক করা হয়। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য ও দেশীয় বল্লম, ধারালো হাসুয়া এবং তারকাটা কাটারিসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।