কালীগঞ্জজানা-অজানাটপ লিড

কালীগঞ্জ পুলিশের মহানুভবতা/রাস্তা থেকে হাসপাতালে বৃদ্ধ

মিশন আলী, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
রাত তখন সাড়ে ৭ টা। কালীগঞ্জ যশোর মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিল ৬৫ বছরের বৃদ্ধ মতিয়ার রহমান। প্রায় মৃত ভেবে কেউ ছুয়েও দেখছেনা।

এমনি সময়ে সেখানে ছুটে আসেন কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের। তিনি তাৎক্ষনিক ভাবে ওই বৃদ্ধকে তুলে নিয়ে ভর্তি করেন কালীগঞ্জ হাসপাতালে। বৃদ্ধের মুমুষ অবস্থায় নিজের টাকায় কিছু প্রয়োজনীয় ঔষধও কিনে দেন। এরপর ডাক্তারদের ১ ঘন্টা প্রচেষ্টায় পর ফিরে আসে ওই বৃদ্ধের জ্ঞান। পুলিশ কর্মকর্তার এমন মহানুভবতায় এ যাত্রায় প্রানে রক্ষা পায় উপজেলার মহেশপুরের আজমপুর গ্রামের বৃদ্ধ মতিয়ার। পরে বৃদ্ধের সন্তানদের খবর দিয়ে ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের জানানশুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে খবর পান মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অচেতন অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছে। তিনি দ্রুত সেখানে গিয়ে জানতে পারেন একটি যাত্রীবাহি পরিবহন থেকে ওই বৃদ্ধকে ফেলে রেখে গেছে। এমন অবস্থায় তাৎক্ষনিকভাবে তিনি স্থানীয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এস আই আবুল খায়ের আরো জানান, সড়কে চলন্ত বাসের মধ্যে মলম পাটির কবলে পড়ে অচেতন হয়ে পড়াতে বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছিল। তিনি তাকে নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে বৃদ্ধের বাড়িতে খবর দেন। এরপর রাত সাড়ে ৯ টার দিকে বৃদ্ধের পুত্র মাসুদ হাসপাতালে আসলে তার হাতে পিতাকে তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button