হরিণাকুণ্ডুতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে মানববন্ধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপনে নারীদের অংশগ্রহণে এক মানববন্ধন হয়েছে ।
বুধবার সকালে উপজেলা দোয়েল চত্তরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মনববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।
“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথে দেবেই পাড়ী” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ।
এসময় কৃষি কর্মকর্তা হাফিজ হাসান , অধ্যক্ষ শরিফুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান৷, জাইকা সমন্ময়কারী কামরুন নাহার , সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা নাজমা সানাওয়াত , সমবায় কর্মকর্তা কামরুন্নাহার বেগম , তথ্য আপা শামীমা আক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা , বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবনারী ও মহিলারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে প্রধান অতিথি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা তার বক্তব্যে বলেন নারীদের নির্যাতন প্রতিরোধ করে অধিকার সংরক্ষণ ও বস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে , এসময় তিনি সকল শ্রেণীপেশার মানুষকে নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার আহব্বান জানান ।