হরিনাকুন্ডু
হরিণাকুণ্ডুতে বালুসম্রাট আক্তারের অবৈধ স্থাপনা ধ্বংস করলেন জেলা প্রশাসক
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার নারায়নকান্দী গ্রামের আক্তার মেমবারের অবৈধ ভাবে বালি উত্তোলন স্থাপনা উচ্ছেদ ও বালি উত্তোলনকাজে ব্যবহারিত তিনটি স্যালোমেশিন জব্দ এবং আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের পাইপ ও ব্যরেল সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার (ভূমি) রিজিয়া আক্তার চৌধুরী , থানা অফিসার ইনচার্জ (ওসি) বব্দুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন ।
এসময় জেলা প্রশাসক আক্তার মেমবার সহ বালি উত্তোলন কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন ।