হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী মিন্টুর মুখে হাসি
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পৌরসভার পার্বতীপুর আমেরচারা দক্ষীনপাড়া গ্রামের শারিরীক ও বুদ্ধিপ্রতিবন্ধী মিন্টুর পাশে দাঁড়িয়ে তার মুখে হাসি ফোটালেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
প্রতিবন্ধী মিন্টুকে অসহায় অবস্থায় হরিণাকুন্ডুর প্রধান সড়ক আমেরচারা মোড়ে চলতি পথে অসহায় অবস্থায় বিয়ারিং গাড়ীতে দেখতে পায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মূহুর্তের মধ্যেই সংবাদটি অধিক গুরুত্বদিয়ে ভাইরাল হয় , আর নজরে পড়ে যায় নির্বাহী অফিসারের ।তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানকে নির্দেশ দেন তিনি।
রবিবার বিকালে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা প্রতিবন্ধী মিন্টু ও তার পিতা জাফর আলির হাতে হুইলচেয়ার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন,পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, সমাজ সেবা ফিল্ড সুপারভাইজার শহিদুল ইসলাম সহ অনেকে ।
হুইলচেয়ার চেয়ার পেয়ে মিন্টুর বাবা উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সাধুবাদ জানান।