জানা-অজানাটপ লিডদেখা-অদেখা

৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর দখল মুক্ত হয় ঝিনাইদহ

ঝিনাইদহের চোখ-

১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয় ঝিনাইদহ জেলা। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এসব কর্মসূচি সংক্ষিপ্ত আকারে পালন করা হবে।

যশোরের পর পাক বাহিনী ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও শহরের পিটিআইয়ে শক্ত অবস্থান গড়ে তোলে। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার শৈলমারী বাজার, শৈলকুপা উপজেলার ভাটই এলাকাসহ শহরের বিভিন্ন প্রান্তে মিত্র ও মুক্তি বাহিনী অবস্থান নেয়। ৬ ডিসেম্বর ভোর হতেই মুক্তি ও মিত্র বাহিনী পিটিআই লক্ষ্য করে হামলা শুরু করে। সেখানে আগুন ধরিয়ে দিয়ে পাক বাহিনী ক্যাডেট কলেজে অবস্থায় নেয়। বেলা ২টার দিকে ক্যাডেট কলেজ লক্ষ্য করে শেলিং শুরু করলে টেবিলে টেবিলে সাজানো দুপুরের খাবার ফেলে পাক হানাদার বাহিনী মাগুরার দিকে পালিয়ে যায়। ঝিনাইদহ হানাদার মুক্ত হয়।

ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর আমরা নানা অনুষ্ঠানের আয়োজন করি। কিন্তু এ বছর করোনার কারণে তা সম্ভব হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button