হরিণাকুন্ডুতে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
হরিণাকুণ্ডুতে বগম রোকেয়া দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে ।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সাময়িক ভারপ্রাপ্ত উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ( ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা এর সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , অধ্যক্ষ শরিফুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু , বিআরডিবি কর্মকর্তা ফারহানা জেসমিন , যুবউন্নয়ন কর্মকর্তা বিলাল হোসেন ।
অতিথিরা তাদের বক্তব্যে জয়িতাদের অবদান সমাজে ছড়িয়ে দিতে পারলেই নারীরা আরও উৎসাহী হবেন। আর তাছাড়া সরকার নারীদের সকল ক্ষেত্রে সম অধিকার দিয়েছে নারীরা তখনই স্বাবলম্বী হবে যখন তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তুলতে পারা যাবে বলে জানান।
হরিণাকুণ্ডুতে ইতমধ্যে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে নারীদের অংশগ্রহণে মানববন্ধন সহ আলোচনা সভা হয়েছে ।