কালীগঞ্জমাঠে-ময়দানে

বারবাজার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ২০২০ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বারবাজার হাট মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে মহাবুবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।

সাজ সাজ রবের মধ্যদিয়ে কালীগঞ্জ রাখালগাছি ইউনিয়ন ফুটবল একাদশ ও কালীগঞ্জ মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ বারবাজারের মাঠে দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় ও সকল প্রস্ততি শেষে ৩.৪০ মিনিটে অভিজ্ঞ রেফারি মারুফ হোসেনের বাঁশি ফুঁকিয়ে দিয়ে খেলা শুরু করেন। উভয় দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে দারুন উপভোগ্য হয়ে উঠে এ ম্যাচটি।

কিন্ত প্রথমার্ধের শুরুর ৮ মিনিটের মাথায় রাখালগাছি খেলোয়ার ৬ নম্বর জার্সি পরিহিত সামিম গোল করে। আবার ২০ মিনিটের মাথায় রাখালগাছি খেলোয়ার ৯ নম্বর জার্সি পরিহিত জুয়েল গোল করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমন শানাতে থাকে মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশের ফুটবলাররা। আবারও শুরু হল গোল ৪০ মিনিটের মাথায় রাখালগাছি খেলোয়ার ৬ নম্বর জার্সি পরিহিত সামিম গোল করে। খেলার ঠিক শেষ মুহুর্তে আক্রমন চালায় রাখালগাছি খেলোয়ার ১২ নম্বর জার্সি পরিহিত সাব্বির পর পর ৩ টি গোল করে। এক পর্য়ায়ে রেফরি শেষ বাঁশি বাজিয়ে দিলে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ মাঠ ছাড়ে।

টুর্নামেন্ট খেলায় সার্বিক তত্ত¡াবধায়নে বারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উদ্বোধনী খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় কর্মকর্তদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এ সময় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, মহিদুল ইসলাম মন্টু, একরামুল হক সংগ্রাম, সাংগাঠনিক সম্পাদক এম এ রউফ, এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন। খেলার ধারা বিবরনীর দায়িত্বে ছিলেন মোস্তফা হোসেন, রেফারির সহকারী ছিলেন মমিনুর হক খোকা ও বাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button