মহেশপুরে গৃহ-হীনদের জন্য নির্মিত গৃহ পরিদর্শনে এমপি চঞ্চল
সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
“আশ্রয়ণের অধিকার,
শেখ হাসিনার উপহার”
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহ হীনদের জন্য নির্মিত গৃহ পরিদর্শন করেন ঝিনাইদহ- ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল।
মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী তিমির চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সাহেব আলী,জেলা পরিষদের সদস্য খবির উদ্দীন,এম এ আসাদ,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন,শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই,শ্যামকুড় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক জামিরুল শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুজ্জামান বিপাশ,মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল খাঁন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তৌহিদুর রহমান খোকা, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার জাহিদ শান্তি,সাধারণ সম্পাদক ইনামুল হকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।