কাজিরবেড় চেয়ারম্যান সেলিম জনগণের পাশে থাকতে চান
সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তে অবস্থিত ৭নং কাজিরবেড় ইউনিয়ন পরিষদ।
এই পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিএম সেলিম রেজা।
এই ইউনিয়নের উন্নয়ন অগ্রগতি ও তার আ’লীগের রাজনৈতিক চিত্র নিয়ে কথা বললে তিনি এই তিনি জানান, ১৯৯০ সাল থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আমি ২০০৪ সাল থেকে কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।দায়িত্ব পালন করা কালে আমার জীবনে নেমে এসেছে অনেক ঝড় । কয়েকবার হামলা-মামলার শিকার হয়েছি ২০১৩ সালে জামায়াত বিএনপি নেতারা আমার বাড়ি-ঘর পুড়িয়ে দেয় ভাঙচুর ও লুটপাট করে।
তিনি আরও বলেন, গত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে কাজিরবেড় ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি আরো বলেন, বিভিন্ন হাট-বাজারের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে ইউনিয়নের প্রতিটি কমিউনিটি ক্লিনিকের প্রাচীর, গেট নির্মাণ ও বসার সেট তৈরি করেছেন।
এছাড়াও কাজিরবেড় ইউনিয়নের প্রতিটি ভাঙ্গাচুড়া রাস্তা মেরামত, বিদ্যুৎ লাইন স্থাপন,স্টিল লাইট স্থাপন,বিভিন্ন ভাতা ভোগীদের ভাতা প্রদান, ড্রেন, কালভার্ট সহ সোলার লাইট স্থাপনের মাধ্যমে কাজিরবেড় ইউনিয়ন বাসিকে তিনি আলোকিত করে তুলেছেন।
এভাবে কাজিরবেড় ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন বলে তিনি আশা করেন।