জানা-অজানাঝিনাইদহ সদর

ঝিনাইদহে পস মেশিনের মাধ্যমে ই-ট্রাফিক কার্যকর মামলা শুরু

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
সড়ক পরিবহন আইন ২০১৮ই-ট্রাফিক কার্যকর করার লক্ষে প্রসিকিউশন এন্ড ফাইন সিস্টেম সফট্ওয়ার হালনাগাদ হওয়ায় ঝিনাইদহে পস মেশিনের মাধ্যমে মামলা শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালাহউদ্দিন, জেলা গোয়েন্দা শাখার ওসি আনোয়ার হোসেন, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, টিআই হাসানুজ্জামান, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট ইমরান, নুরুজ্জামান, সুজন গয়ালী, সাদ্দাম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা।

সেসময় বিভিন্ন প্রকার যানবাহনে বেশ কয়েকটি মামলা দেওয়া হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button