কোটচাঁদপুরে আয়ুব ফার্ম্মেসীকে, নাবিলা ফার্ম্মেসীকে এবং জলিল ফার্ম্মেসীকে জরিমানা
এসএম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ফার্ম্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে কোটচাঁদপুর কলেজ বাসষ্টান্ড এলাকায় অবস্থিত ঔষুধ ফার্ম্মেসী গুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আয়ুব ফার্ম্মেসীকে ২০ হাজার, নাবিলা ফার্ম্মেসীকে ৫ হাজার এবং জলিল ফার্ম্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অপরাধে জার্মানী হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান রিপন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।