টপ লিডমহেশপুর

মহেশপুরে স্ত্রী-সন্তান অপহরণ নাটক সাজিয়ে আদালতে মিথ্যা মামলা

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে ফাঁসাতে স্ত্রী-সন্তান অপহরণ নাটক সাজিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করলেন স্বামী। খোঁজ নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলার লালপুর গ্রামের মৃত আলা বক্সের ছেলে আব্দুল হান্নান তার স্ত্রী রেক্সনা খাতুন ও শিশু কন্যা সন্তান আঁখি (০৮) কে অপহরণ করা হয়েছে মর্মে ঝিনাইদহ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে আলী রেজা নামক এক ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় শনিবার আলী রেজাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার ভিকটিম রেক্সনা খাতুন অভিযোগ করে বলেন, আমার বিয়ের পর থেকে স্বামী যৌতুকের দাবীতে প্রায় সময়ই কারণে অকারণে আমাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতো। এভাবেই চলতে থাকাবস্থায় আমার গর্ভে দুইটি সন্তান জন্ম গ্রহণ করে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে ও ভষ্যিতের কথা চিন্তা করে সকল অত্যাচার মুখ বুজে সহ্য করতে থাকি। কিন্তু গত বছরের ১লা অক্টোবর আমাকে প্রচন্ড ভাবে মারপিট করে ঘরের মধ্যে ফেলে রাখে। সেই সুযোগে আমি আমার প্রতিবেশীদের সহায়তায় আমার শিশু কন্যা সন্তানকে নিয়ে রাগে অভিমানে ঢাকা শহরে চলে যায় এবং মিরপুর এলাকার করিম জুট মিলে চাকুরী নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকি। বিশ্বস্থ সূত্রে জানতে পারলাম আমার স্বামী আব্দুল হান্নান পাশ্ববর্তী চাঁদরতনপুর গ্রামের বিশু মিয়ার ছেলে আলী রেজাকে ফাঁসাতে অপহরণ নাটক সাজিয়ে তার নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমি বাড়ীতে ফিরে এসে সোমবার সকালে জেলা নোটারী পাবলিক এর কার্যালয়ে স্ব-শরীর হাজির হয়ে স্বজ্ঞানে স্বেচ্ছায় লিখিত ভাবে এফিডেভিট করেছি। প্রকৃত পক্ষে আমাকে কেহ অপহরণ করেনি বা মুক্তিপনও দাবী করেনি। শুধু মাত্র আলী রেজার মাছের ঘের থেকে উচ্ছেদের জন্য ষড়যন্ত্র মূলক ভাবে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

আমি বিজ্ঞ আদালতের বিচারক ও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে বিনীত ভাবে নিবেদন করছি আলী রেজার মত একজন নিরীহ মানুষকে অহেতুক ভাবে হয়রানী না করে মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button