খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গা বাজারে ট্রাকচাপায় নিহত ৭ র্নিমান শ্রমিকের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে দাফন সম্পন্ন করা হয়েছে।
এসময় নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাশ ভারি হয়ে উঠে। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চলে শোকের মাতম। দূর্ঘটনায় কবলিত সেনা কল্যান সংস্থার পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান হিসাবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় সড়ক দূর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা আশ্বাস দেন সেনা কল্যান সংস্থার কর্তৃপক্ষ।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিনচালিত নসিমনযোগে খোয়াভাঙ্গা মিকসার মেশিন নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। সেসময় কুষ্টিয়ার দিকে যাওয়া দ্রæতগামি একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৬ নসিমনযাত্রী নিহত হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার কলমন খালী গ্রামের কওসার মন্ডলের ছেলে কসিম উদ্দীন, একই উপজেলার হামদর ডাঙ্গা গ্রামের বিশারত জোর্য়াদ্দারের ছেলে আজাদ হোসেন ও লুৎফর রহমানের ছেলে মানিক হোসেন এবং তার দুলা ভাই জয়ফুল হোসেন। এছাড়াও সদর উপজেলার পোড়াহাটীতে ১জন, কালীচরনপুরে ১ জন ও শৈলকুপায় ১ জনসহ মোট ৭ জন নিহত হয়।
সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোর্য়াদ্দার কেবি জানান, সড়ক দূর্ঘটনা কবলিত সেনা কল্যান সংস্থার পক্ষ থেকে প্রত্যেক মৃত পরিবারকে আর্থিক আনুদান হিসাবে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সামাজিক যোগাযোগ মাধ্যম (তার নিজস্ব ফেসবুক) আইডিতে এক শোক বার্তায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করেন।