মুজিববর্ষে মহেশপুরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি ৬৪ গৃহহীন পরিবার
ঝিনাইদহের চোখ-
‘আশ্রায়নের অধিকার শেখ হাচিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরীব, ভূমিহীন ও গৃহহীন ৬৪ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। গৃহহীন ৬৪ পরিবার তাদের স্বপ্নের বাড়ি পেয়ে আনন্দিত সবাই।
শনিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর উপজেলার সুবিধাভোগী ৬৪ পরিবারের কাছে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মইজদ্দিন হামিদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা শাশ্বতী শীল,পিআইও মেহেরুননেছা,উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গৃহহীন পরিবারের সদস্যরা।