হরিণাকুণ্ডুতে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। সভার বিশেষ অতিথি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( শৈলকুপা হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা। এসময় আরও বক্তব্য দেন পৌরসভা নির্বাচনের প্রার্থী ফারুক হোসেন (নৌকা) , জিন্নাতুল হক( ধানের শীষ) , সাইফুল ইসলাম টিপু মল্লিক ( জগ), নাসির উদ্দিন ( হাত পাখা), এছাও সাংবাদিক শাহানুর আলম, জাফিরুল ইসলাম, প্রতিদ্বন্দ্বী সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীগণ।
সভায় রিটার্নিং অফিসার , প্রধান অতিথি , বিশেষ অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এছাড়াও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিট্রেট , পুলিশ সদস্য নিয়জিত থাকবে মোট কথা সকল ভোট কেন্দ্র নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে ।