ঝিনাইদহে বিজিবি কর্তৃক ভারতীয় মদ এবং গাজা আটক
ঝিনাইদহের চোখ-
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাজা আটক করে। এছাড়াও অদ্য ২৯ জানুয়ারি ২০২১ তারিখ ০২০০ ঘটিকায় একই স্থান হতে ০২ কেজি ভারতীয় গাজা আটক করে।
২। অদ্য ২৯ জানুয়ারি ২০২১ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বাঘাডাংগা বিওপির নায়েক মোঃ আঃ আলীম এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।
৩। গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখ আনুমানিক ১৯০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত সামন্তা বিওপির হাবিলদার আব্দুল কাদের এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১ কেজি ভারতীয় গাজা আটক করে।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম খান
সহকারী পরিচালক
অধিনায়কের পক্ষে