অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে চারজন আটক
ঝিনাইদহের চোখ-
বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা পূর্বপাড়া মোঃ মমিন মিয়া, পিতা- শহিদুল ইসলাম এর বাড়ির পার্শ্বে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৪ জনকে (নারী- ০৩ জন এবং শিশু- ০১ জন) (এক) মোছাঃ রেশমা বেগম (৩০), পিতা- হাবিবুর রহমান, (দুই) মোছাঃ ছবিনা বেগম (৩৩), স্বামী- দেলোয়ার মল্লিক, উভয়ের গ্রাম- ঈশ্বরদী, পোঃ কাইচাইল, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর, (তিন) দিলোয়ারা বেগম (৩৯), স্বামী- রফিকুল ইসলাম, (চার) নুর বেগম (১৪), পিতা- শুনসু আলম, গ্রাম- বাগানখোলা, পো+থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- কক্সবাজারকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।