মহেশপুরে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে আলোচনা সভা
জাহিদুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
“মুজিব বর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে মহেশপুরে জাতীয় গ্রন্থগার দিবস- ২০২১ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বই প্রদর্শণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা কালুহুদা গ্রামে মাতৃভাষা গণ গন্থগার কতৃক অয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভাষা গণগ্রন্থগারের সদস্য ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক কবি নিখিল পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক দীপক কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী আধ্যাপক কবি আবু জাহিদ, সামছুলহুদা খাঁন ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক আঃ মালেক, বিদ্যা কানন গ্রন্থগারের আন্যতম প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ প্রমুখ।