অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহে শিশুসহ দুই ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফিরে যাওয়ার সময় দুই ভারতীয় নাগরিক ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গানপুর গ্রামের সুকেষ দাসের স্ত্রী সুমিত্রা দাস (৩৫), তার কন্যা পায়েল দাস (১০) ও একই গ্রামের সন্তোষ দাসের স্ত্রী সুচিত্রা দাস (৫৫ )।
বিজিবি’র ঝিনাইদহের খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল কামরুল আহসান সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, আটককৃতরা অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে আবার অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি’র মাটিলা বিওপি’র একটি টহল দল তাদের আটক করে। বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।