অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে ৬জন আটক
ঝিনাইদহের চোখ-
আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একাশিপাড়া কাশেম মিয়ার ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৬ জনকে (পুরুষ- ০২ জন, নারী- ০২ জন এবং শিশু- ০২ জন) (এক) মোঃ সাগর শেখ (৩২), পিতা- মৃত আবুল শেখ, (দুই) জোসনা বেগম (২৫), স্বামী- মোঃ সাগর শেখ, (তিন) মোঃ হাসান শেখ (০৪), পিতা- মোঃ সাগর শেখ, (চার) মোঃ আসদুজ্জামান (১৬), পিতা- মোঃ ইলিয়াছ শেখ, সকলের গ্রাম- রাজাপুর, পোঃ+থানা- ঝিকরগাছা, জেলা- যশোর, (পাচ) মোঃ সাহাদাত আলী (২৪), পিতা- মৃত খাজাউদ্দিন পারমানিক, (ছয়) মোসাঃ ফাতেমা জাহান শিউলী (১৯), স্বামী- মোঃ সাহাদাত আলী, উভয়ের গ্রাম- পৌসা্ত্ততা, পোঃ ইসলামগাথী, থানা- আত্রাই, জেলা- নওগাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক পুরুষ ০৩ জনকে (এক) মোঃ মনিরুজ্জামান মিয়া (৫৩), পিতা- নুর বক্স মিয়া, গ্রাম- তালসার, (দুই) মোঃ সাজ্জাদ আলী (৩৫), পিতা- মৃত খোদা বক্স, গ্রাম- ডাকাতিয়া, (তিন) এস কে সাগর (১৯), পিতা- মোঃ খলিল, গ্রাম- ডাকাতিয়া, সকলের পোঃ সেজিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।