ঝিনাইদহ পেলো কষ্টের জয়
সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুনামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচে ঝিনাইদহ ক্রিকেটার্স একাদশ জয়লাভ করেছে। শুক্রবার দুপুরে ভূষন মাঠে তারা ১৩ রানের ব্যবধানে পাইকপাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে জয় লাভ করে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সপ্তম খেলায় টচে জিতে ব্যাট করতে নামেন ঝিনাইদহ ক্রিকেটার্স একাদশ। তারা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। পরে ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে পাইকপাড়া ক্রিকেট একাদশ ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করতে সমর্থ হয়। ফলে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ ম্যাচে ১৩ রানের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়েন তারা। বিজয়ী দলের অধিনায়ক হাসান শরিফ ২৬ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন ফুটবল ফেডারেশনের সভাপতি দিলিপ সাহা, সম্পাদক ফজলুল হক তুষার ও আয়ুব আলী বস। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্য্য,সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, খবর কালীগঞ্জের সম্পাদক প্রেসক্লাব সভাপতি জামির হোসেন,ক্রিড়ামোদি ওবাইদুল হক মেহেদী, অশোক কুমার ও সাইদুর রহমান শাহিনসহ ক্রিড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ টুনামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কার স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার কালীগঞ্জ প্রেসক্লাব।
খেলার আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, আসিব ও হাসিব এবং অফিসিয়াল স্কোরার ছিলেন ইমরান। ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম। আগামী রোববার টুর্নামেন্টের ৮ম ম্যাচে অংশ প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ নেবে রাজধানী ঢাকা ক্রিকেট একাদশ ও খুলনা জেলা ক্রিকেট একাদশ।