দেখা-অদেখাহরিনাকুন্ডু

হরিনাকুন্ডুতে সূর্যমুখী চাষে ঝুকছে কৃষকরা

গিয়াস উদ্দীন সেতু, ডাকবাংলা, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় সূর্যমুখী ফুল চাষে ঝুকছে এলাকার কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে দখলপুর মাঠের কৃষকরা এবছর বানিজ্যিক ভাবে সূর্যমুখী ফুল চাষ করতে শুরু করছে। কৃষক নাজিম উদ্দীন জানান ১ বিঘা জমিতে রোপন করতে শ্রমিক লাগে ৬জন,সার পানির খরচ খুববেশি না । তকে আমি কয়েকবার করেছি ফলন একেবারে খারাপনা। আমি এই সূর্যমুখী ফুলের তেল খাই,এটা বেশ ভালো। বিঘা প্রতি ৮ থেকে ১০ মন হয়।

উপসহকারি কৃষি অফিসারের পরা মর্শনিয়ে সূর্যমুখী ফুলের আবাদ করছি।

দখরপুর বøাকের উপসহকারি কৃষি অফিসার দিদারুল ইসলাম জানান এটি একটি লাভজনক আবাদ,তেলের পরিমান বেশি,তেলজাতিও ফসলের চেয়ে তেলের পরিমান বেমি।অল্পদিনে ফলন ভালো হয়, কৃষকরা এটা করতে আগ্রী হয়ে উঠছে।

এদিকে উপজেলা কৃষি অফিসার মোঃ হাফিজুর রহমান জানান হরিনাকুন্ডুতে ৪ হেক্টর জমিতে সূর্যমুখী ফুল চাষ হয়েছে। মানুষ এখন ছোবাইন থেকে সরে আসছে। যার কারনে তেলের দামবাড়ছে,কৃষক সূর্যমুখী চাষে ঝুকছে ,তবে সূর্যমুখী চাষ করে ধান চাষ করা সম্বাব না,সেই কারনে অনেক কৃষক এই আবাদ করতে চাই না,কারন মানুষের দৃষ্টি ভঙ্গি চেঞ্চহচ্ছে। কৃষিকে এগিয়েনিতে আমার কাজ করে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button