কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
এসএম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
“হাঁসি মুখে রক্ত দান, বাঁচাতে পারে লক্ষ প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী স্থানীয় মেইন বাসষ্টান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বøাড ব্যাংকের সভাপতি শেখ মশিয়ার রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, বøাড ব্যাংকের পরিচালক মোঃ ওমর ফারুক, সহকারি পরিচালক প্রভাষক মোঃ আলমগীর হোসেন, সহঃ-পরিচালক মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে ৫’শ জনকে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় সেবা প্রদান এবং সেচ্ছায় রক্ত প্রদানে ৫০ থেকে ৬০ জন সদস্য তালিকা ভুক্ত হয়েছেন।