মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঝিনাইদহের চোখ-
বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে ঝিনাইদহের মহেশপুরে মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হচ্ছে। রোবিবার ২১ শে ফেব্রæয়ারী প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শ্বীল পুম্পস্তব অর্পণ ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,মহেশপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।