হরিণাকুণ্ডু আউট- অব- স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ সভা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৃহস্পতিবার সহযোগী উদ্ভাবনী সমাজ কল্যান সংস্থার আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যরো , সমাজ কল্যান সংস্থা লিড এনজিও এবং সৃজণী বাংলাদেশ এর সহযোগীতায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ( পিআইডিপি-৪) এর অধীন ধরে পড়া ও শিক্ষা কাজের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী ছেলে মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন তার বক্তব্যে ওভার ল্যাকিং না হওয়ার জন্য জোরদার মনিটরিং করা হবে বলে জানান ।
সভায় বিশেষ অতিথি ছিলেন নব- নির্বাচিত পৌর মেয়র মোঃ ফারুক হোসেন ।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার শেখ মোঃ সুরুজ জামান , উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান , উদ্ভাবনী সমাজ কল্যান সংস্থার পরিচালক জিএম স্বপন , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদুর রহমান৷, জেসমীন আক্তার , খালেকুজ্জামান , সুবির কুমার ঘোষ , সৃজনী বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা এ্যাডঃ মোজাম্মেল হক , উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার , সহকারী বিআরডিবি কর্মকর্তা জবা খাতুন , রিসোর্স কর্মকর্তা ছালমা খাতুন , উদ্ভাবনী সমাজ কল্যান সংস্থার উপজেলা কোয়াডিনেটর মফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান , এনজিও কর্মকর্তা।
অবহিতকরণ সভায় উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা জানান উপজেলাতে এই প্রকল্প ৪২ মাস ব্যপি ৭০ টি কেন্দ্রে (প্রতি কেন্দ্রে) ২০ থেকে ৩০ জন ঝরেপড়া ও শিক্ষা কাজের বাইরে থাকা ৮ থেকে ১৪ বছর বয়সী ছেলে মেয়েরা লেখাপড়া নিশ্চত করতে পারবে ।