হরিণাকুণ্ডু ঢাকা ম্যারাথন বাস্তবায়নে প্রস্তুতীমূলক সভা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন উপস্থাপনের আয়োজনে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার দুপুরে সন্মেলন কক্ষে আগামী ৪ মার্চ ২০২১ তারেখে ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিট কতৃক আয়োজিত এবং জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সমন্ময়ে ডিজিটাল ম্যারাথন বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোলা , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , মঞ্জুর আলম , গোলাম মোস্তফা , ছমিরুল ইসলাম , মোহাম্মদ আলী , রকিবুল হাসান রাসেন , শরাফত দৌলা ঝন্টু , উপজেলা পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন , পলিবিদ্যুৎ এজিএম ইন্জিনিয়ার মাহাবুব হোসেন , উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক , সহকারী বিআরডিবি কর্মকর্তা জবা খাতুন , আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন , প্রধান শিক্ষক নিয়ামত আলী , মাসুদুল হক টিটু , শহিদুল ইসলাম , আমিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আট ইউপি সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । সভায় আগামী চার(৪) মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ সফল সহ পাঁচ হাজার (৫০০০) মানুষের উপস্থিতি নিশ্চিতে রেজিষ্ট্রশন করার লক্ষে , ইউপি চেয়ারম্যান , শিক্ষা , স্বাস্থ্য , পুলিশ প্রশাসন , সাংস্কৃতিক সংগঠন , ক্রীয়া সংস্থা সহ বিভিন্ন সেক্টরকে দ্বায়ীত্ব ভাগ করে দেওয়া হয় ।
এর পূর্বে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ সকল ইউপি চেয়ারম্যান , সচিব ও উদ্যোক্তাদের উপস্থিতিতে এলজিএসপি সমন্ময় সভা অনুষ্ঠিত হয় ।