ঝিনাইদহের চোখ-
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জন পুরুষ,২ জন নারী,১ জন শিশু ও ১জন দালালসহ ৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বুধবার ১০টা ৩৬ মিনিটে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি জানান, ০৭ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের তারাপদ সরকারের ছেলে সুবত সরকার (৫০),নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মেহেদী বিশ্বাসের স্ত্রী টিয়া বেগম (২১), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামের বিভিষন বৌদ্ধর ছেলে অনুপ বৌদ্ধ (২৪), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কামারিয়া গ্রামের সুনিল কুমার মন্ডল ছেলে উজ্জল কুমার মন্ডল (২৮), উজ্জল কুমার মন্ডলের স্ত্রী প্রিয়া মন্ডল (২০), ছেলে তিক্ত মন্ডল (০৪), ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক ঝিনাইদহ মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মিজানুরের স্ত্রী সুলেখা বেগম (৩৫) কে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।