অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে আটক ৫
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রামের রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৫ জনকে (পুরুষ- ০২ জন এবং নারী- ০৩ জন) (এক) মোঃ তমেজ উদ্দিন (৩৮), পিতাঃ আঃ মোতালেব, গ্রামঃ কুলাকুল পোঃ হরিরদাপোতা, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর, (দুই) মোঃ আলমগীর হোসেন (৩৩), পিতাঃ আবুল বাশার, গ্রামঃ কেরামকাদরা, পোঃ+থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী, (তিন) মোছাঃ বৃষ্টি (১৯), স্বামী আরাফাত শেখ, গ্রামঃ নলিয়ারচর, পোঃ অজুনা বলকধুনা, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা, (চার) মোছাঃ সীমা (২৩), স্বামীঃ জসিম, গ্রামঃ দরিশতবান্ধি, পোঃ ধুপতারা, থানাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়নগঞ্জ, (পাচ) মোছাঃ সরবানু (২৭), স্বামীঃ সেলিম শেখ, গ্রামঃ বসতপুর, পোঃ বাঘাছড়া, থানাঃ শার্শা, জেলাঃ যশোরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।