কোটচাঁদপুরে নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
এসএম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
নারী ও শিশুর প্রতি সহিংসতা, মাদক, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে স্থানীয় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনার কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।
কর্মশালায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, মাদক, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম, জাইকার উপজেলা প্রতিনিধি কামরুন্নাহার।
এসময় উপস্থিত ছিলেন, ইউ,পি চেয়ারম্যান আঃ হান্নান, ইউপি সদস্য বিপ্লব, বিএম নাসির উদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কাজী ইমাম, অভিভাবক, সাংবাদিক এবং নানা শ্রেণী-পেশার মানুষ।