ঝিনাইদহের চোখ-
গত ৮ মাসে ৬২ মাদক মামলায় ৮৭ জনকে আটকসহ প্রায় অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানা পুলিশের দাবি মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স এবং আপনাদের সহযোগীতায় মহেশপুরকে মাদক মুক্ত করার জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মহেশপুর থানা পুলিশ কতৃক আগষ্ট/২০ থেকে মার্চ/২১ পর্যন্ত ৮ মাসের মাদক উদ্ধার সংক্রান্ত তথ্য মতে মাদক আইনে ৬২ মামলায় ৮৭ জনকে আটকসহ ৩২ লক্ষ ৪৭ হাজার ৬ শত টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।
২০২০ সালের আগস্ট মাসে মাদক আইনে ১১ টি মামলায় ২০ জনকে আটকসহ ১১ লক্ষ ২৪ হাজার, সেপ্টেম্বর মাসে ১১ টি মামলায় ১৯ জনকে আটকসহ ৬ লক্ষ ৮৪ হাজার ৫’শ, অক্টোবর মাসে ৮ টি মামলায় ৯ জনকে আটকসহ ৩ লক্ষ ২৯ হাজার ৯’শ,নভেম্বর মাসে ৮ টি মামলায় ৯ জনকে আটকসহ ৩ লক্ষ ৬০ হাজার, ডিসেম্বর মাসে ৩ টি মামলায় ৩ জনকে আটকসহ ১ লক্ষ ৫০হাজার, ২০২১ সালের জানুয়ারী মাসে ৬ টি মামলায় ৬ জনকে আটকসহ ২ লক্ষ ৮৫ হাজার ৮’শ, ফেব্রæয়ারী মাসে ৯ টি মামলায় ১৫ জনকে আটকসহ ১লক্ষ ৩০ হাজার ৫’শ ও মার্চ মাসে ৬ টি মামলায় ৬ জনকে আটকসহ ১ লক্ষ ৮২ হাজার ৯’শ টাকা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স আমি যত দিন থাকবো আপনাদের সহযোগীতায় মহেশপুরকে মাদক মুক্ত করার জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।