ঝিনাইদহের চোখ-
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা মাঠের পার্শ্বে মোস্তফার ধান ক্ষেতের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ০৪ জনকে (নারী- ০৩ জন এবং শিশু- ০১ জন) (এক) মোছাঃ সুফিয়া বেগম (৫০), স্বামীঃ মোঃ সুলতান হাওলাদার, (দুই) শিউলি বেগম (৩৮), স্বামীঃ সুমন হাওলাদার, (তিন) মিম আক্তার (০৮), পিতাঃ সুমন হাওলাদার, (চার) এমিলী বেগম (৪৫), স্বামীঃ মৃত শাহ আলম, সকলের গ্রামঃ আরাজিয়া মাকরডোম, পোঃ টিয়াফারুক, থানাঃ মংলা জেলাঃ বাগেরহাটকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।