ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঈর্শালডাঙ্গা গ্রামের প্রবাসী দাউদ হোসেন মেয়ে মোছাঃ দিনা খাতুন (১২) তিন ধরে নিখোজ। পরিবারের ধারনা তাঁদের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে অপহরন করেছে এক রাজমিস্ত্রী। মেয়েকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
এই ঘটনায় গতকাল শনিবার মেয়ের মা রওশনয়ারা বাদি হয়ে রাজমিস্ত্রি শাহিনের নামে একটি অপহরনের অভিযোগ করেছে স্থানীয় মহেশপুর থানায়।
রওশনয়ারা বলেন, গত ৩দিন আগে দিনা খাতুন বাইসাইকেলে নিয়ে কলম কিনতে বাড়ি থেকে বের হয়ে, আর ফিরে আসেনি। এরপর তাকে নিজের আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে, বাড়ির পাশের বাওড় ,পুকুরে , খোজ খবর করে কোথাও পাওয়া যায়নি। দিনাদের পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো শাহিন তাঁর উপর সন্দেহ হয় তার মেয়েকে কৌশলে অপহরন করেছে। এই ঘটনায় অপহৃতের মা বাদী থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অপহরনকারী শাহিন একই উপজেলার শ্যামকুড় ইউনিয়েনের চাপাতলা গ্রামের নুর ইসলামের ছেলে।
এদিকে মেয়ের বাবা বলেন দিনা খাতুন (১২) বুদ্ধিপ্রতিবন্ধী সে এখনো মোবাইল ফোন চালাতে পারে না। এদিকে প্রবাসী দাউদ হোসেন বার বার সংজ্ঞা হারিয়ে ফেলছে তার বড় মেয়ের খোজ না পেয়ে। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খান সাংবাদিকদের জানান মেয়ের মা বাদি হয়ে একটি অভিযোগ করেছে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে কাজ করছি দ্রুতই আমরা আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো। এদিকে পরিবারের ধারনা তাঁর মেয়েকে অপহরনকারী শহীন ভারতে পাচার করে দিতে পারে।
এ নিয়ে ঝিনাইদহ মানবধিকারের সভাপতি আমিনূর রহমান টুকু জানান, ঝিনাইদহ জেলা ভারত সীমান্তের হওয়াই অহরহ এ রকম কিশোরী মেয়েরা পাচারের ঘটনার শিকার হয়। তিনি আইন শৃংখলা বাহীনির নিকট জোর দাবী করেছেন অচিরেই অপহৃত মেয়েটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেবেন।