ক্যাম্পাসঝিনাইদহ সদর

আর্থিক প্রণোদনা ও ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে ঝিনাইদহে প্রতীকী অনশন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঘোষিত বাজেটে আর্থিক বরাদ্দ ও সরকারি ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঝিনাইদহে প্রতীকী অনশন পালন করেছে কিন্ডাগার্টেনের শিক্ষক ও কর্মকর্তারা।

বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করেন জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সহ-সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, শিক্ষাসচিব শফিউদ্দিন আহম্মেদ, অর্থ সম্পাদক আরেফিন অনু, সহ-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম মালা। বক্তারা, সম্প্রতি ঘোষিত বাজেটে কিন্ডারগার্টেনের জন্য আর্থিক বরাদ্দ ও সরকার ঘোষিত ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর না বাড়িয়ে ওইদিনই খোলার দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button