জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৫৬.৬৭ শতাংশ

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৬ দশমিক ৬৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ জনের মধ্যে সাত জন ঝিনাইদহ সদরের, নয় জন শৈলকুপার, সাত জন কালীগঞ্জের ও ১১ জন হরিণাকুণ্ডুর।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা সুলতানা। তিনি জানান, আজ সকালেই কালীগঞ্জে করোনা আক্রান্ত একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত তিন হাজার ১৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮২০ জন ও মারা গেছেন ৬১ জন।

খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ মারা গেছেন ১৩ জন: নতুন করে শনাক্ত ৮শ’
খুলনা: খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ৮০০ জনের শরীরে অদৃশ্য এই ভাইরাস শনাক্ত হয়েছে। দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

১৩ জনের মধ্যে খুলনা, যশোর ও ঝিনাইদহে ২ জন করে সাতক্ষীরা ও কুষ্টিয়ায় ৩ এবং বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় খুলনায় ১৬৬, বাগেরহাটে ৫৩, সাতক্ষীরায় ৯১, যশোরে ২৪৯, নড়াইলে ৩৩, মাগুরায় ১০, ঝিনাইদহে ৩৪, কুষ্টিয়ায় ৯১ ও চুয়াডাঙ্গায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুরে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা জেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button