ঝিনাইদহের পুড়াপাড়া বাজার থেকে যশোরের চৌগাছা সড়কটি খানা খন্দে পরিণত
ঝিনাইদহের চোখ-
দীর্ঘদিন সংস্কারের অভাবে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পুড়াপাড়া বাজার অংশ খানা খন্দে পরিণত হয়েছে । স্থানীয়দের অভিযোগ, যশোর ও ঝিনাইদহ জেলার সীমানা মাঝে থাকায় বাজারের রাস্তা মেরামত করে না এলজিইডি কর্তৃপক্ষ।
এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
যশোরের চৌগাছা থেকে পুরোপাড়া বাজার হয়ে ঝিনাইদহের মহেশপুর চলে গেছে এই সড়ক। পুড়াপাড়া বাজারটি পড়েছে দুই উপজেলার সীমানায়।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বাজারের সামনের সড়ক সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়ক। নিজেদের সীমানা পর্যন্ত মেরামত করে দায় সারে মহেশপুর এলজিইডি কর্তৃপক্ষ। একই চিত্র চৌগাছাতেও।
শুধু বাদ রাখা হয় বাজারের সামনের অংশের সড়ক।
অথচ পুরোপাড়া বাজারে আছে সাতটি রাইস মিল। রয়েছে চারটি ব্যাংকের শাখাসহ দুই হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তার উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা ।
অবশ্য আশার কথা শোনালেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানালেন টেন্ডার হয়ে গেছে। শিগগিরই শুরু হবে কাজ। শুধু আশ্বাস নয়; এ সড়ক সংস্কারে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা দুই উপজেলার মানুষ।