ঝিনাইদহ সদরটপ লিড

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ২৮ জনের মৃত্যু/কুষ্টিয়ায় আবারো ৭জন, ঝিনাইদহে ৪

ঝিনাইদহের চোখ-
খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আজও সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে কুস্টিয়ায়।

একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

কুষ্টিয়ায় সাত, খুলনার দুই, বাগেরহাটে দুই, সাতক্ষীরায় দুইজন, যশোরের চার, নড়াইলের একজন, মাগুরার একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহের চারজন মারা গেছেন। এর আগে শনিবার একই বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছিলো।

এদিকে খুলনা বিভাগ নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৬৩ জন। এরমধ্যে খুলনায় সর্ব্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১৬৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button