জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখা

ঝিনাইদহে সন্ধ্যা ৬টা থেকে ৩০জুন পর্যন্ত কঠোর লকডাউন শুরু হচ্ছে

ঝিনাইদহের চোখ-
করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে আজ মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন।

সোমবার (২১জুন) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মুজিবর রহমান।

জেলা প্রশাসক জানান, মঙ্গলবার (২২ জুন) থেকে সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঝিনাইদহ জেলা লকডাউনে থাকবে। এ সময়ে জেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাবে না এবং বাইরে থেকেও জেলায় কোনো বাস প্রবেশ করবে না। এছাড়া জেলার ভেতরেও কোনো ধরনের গণপরিবহন চলবে না। সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান খোলা থাকবে।

তিনি আরও জানান, সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র, সকল প্রকার কিস্তি আদায় বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। লকডাউন সবাইকে কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ডিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button