টপ লিডমহেশপুর

জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় মা ও বোনকে রক্তাক্ত জখম করলো ভাইয়েরা

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ

উপজেলার নস্তি গ্রামে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় মা ও বোনকে রক্তাক্ত জখম করেছে আপন ২ ভাই ও তাদের বউয়েরা। থানায় অভিযোগ দায়ের।

এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে প্রকাশ, নস্তি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী স্বাধীনা বেগমের নামে স্বামীর দেওয়া ৬/৭ বিঘা জমি আছে। ঐ জমি তার ২ছেলে লাভলু ও মফিজুর প্রায়ই সময় রেজিষ্ট্রি করে ওদয়ার জন্য চাপ সৃষ্টি করে। উক্ত বিধবার স্বামী পরিত্যক্তা মেয়ে বিউটি খাতুন পলি তার বাড়িতেই থেকে দর্জি কাজ করে জীবিকা নির্বাহ করে। পলি তার মায়ের পক্ষ নেওয়ায় গত ১৭/৪/২০ইং তারিখে দুপুরে মা ও মেয়েকে ২ভাই ও তারে বউয়েরা মিলে লাঠি দিয়ে বে-ধড়ক মারপিট করে। এতে পলি খাতুনের বাম হাত ভেঙ্গে যায় সারা শরীর রক্তাক্ত জখম হয়। মা স্বাধীনা বেগমের মাথায় আঘাত করে। এ সময় ছোট ভাই বেলাল হোসেন ঠেকাতে আসলে তাকেও বে-ধড়ক মারপিট করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসাপাতালে ভর্তি করে। স্বাধীনা বেগম তার ২ছেলের বিরুদ্ধে মহেশপুর থানায় অভিযোগ দিলেও কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এস.আই আল মাসুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্থানীয় লোকজন মীমাংসার চেষ্টা করছে সে কারণে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে ৪ঠা মে সোমবার পলি খাতুন হসপিটাল থেকে ফিরে এসে মহেশপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার ওসি(তদন্ত) রাশেদুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মা মেয়ে উভয় সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button