জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহ-মাগুরা মহিলা এমপির মেয়ে ৫ দিন ধরে নিখোঁজ/স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপহরণ মামলা

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে প্রতিবেশী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পু পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন । তাদের দুজনেরই বাড়ী পৌরসভার ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায়। এ ঘটনায় ১১ আগস্ট সোহেলীর স্বামী বিল্লাল হোসেন লিটন ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেছেন।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মেদ শহরের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়ায় মায়ের বাসায় থাকতেন। প্রতিবেশী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুর সঙ্গে তার বিয়েবর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে।

আরো জানা যায়, ১১ আগস্ট সন্ধ্যার পর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি পরিবার। এ ঘটনায় ওই রাতেই বিল্লাল হোসেন সদর থানায় পপ্পুসহ একই এলাকার তৌফিক হোসেনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন।

মামলায় বলা হয়, বেশ কয়েকদিন ধরে সোহেলীকে আসামিরা উত্ত্যক্তসহ বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। ১১ আগস্ট সন্ধ্যায় সোহেলীকে পপ্পু ও তৌফিক অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিল্লাল হোসেন লিটন বলেন, ‘পাঁচ দিন পার হলেও আমার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। তাকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তবে এটি অপহরণ নাকি বিয়ে বর্হিভূত প্রেমের সম্পর্কের জেরে তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে তা সোহেলীকে উদ্ধারের পর জানা যাবে।’

সোহেলীর ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। সাজেদুর রহমান পপ্পুরও স্ত্রী-সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button